শাবিপ্রবির পিএসএস বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

৩১ জানুয়ারি ২০২৫, ০১:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
কেন্দ্রীয় মিলনায়তনে চলছে আন্তর্জাতিক সম্মেলন

কেন্দ্রীয় মিলনায়তনে চলছে আন্তর্জাতিক সম্মেলন © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের উদ্যোগে আয়োজিত ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আছেন  অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন । 

দুই দিনব্যাপী এ সম্মেলনের দুইটি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি ৮টি দেশের গবেষকরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে বর্তমান বিশ্বব্যবস্থার পাশাপাশি দেশের বিভিন্ন প্রেক্ষাপটের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জানার সুযোগ রয়েছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পাশাপাশি চীন, হংকং, ইতালি, মালদ্বীপ, পাকিস্তান, ভারত, নেপালের গবেষকরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে ৫০০ জন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

আরও পড়ুন: শাবিপ্রবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, দুই নতুন নির্দেশনা

গবেষকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের গুম কমিশনের সদস্য ও যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ড. নাবিলা ইদরিস, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ড. ইয়াং হুই, নর্থ সাউথ ইউনিভার্সিটির ড. রেমন্ড কুয়ান সান লু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ও সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. মো. নুরুজ্জামান এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. আসিয়াত হাসান।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬