আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২৪ জানুয়ারি ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
রাজশাহী আইইবি প্রাঙ্গণে শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়

রাজশাহী আইইবি প্রাঙ্গণে শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় © টিডিসি

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে চার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজশাহী আইইবি প্রাঙ্গণে শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পেশাজীবীদের জন্য কাজ করার পাশাপাশি হতদরিদ্র ও অসহায় মানুষের জন্যও কাজ করে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ হবে না। ভবিষ্যতে দরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ায় সহায়তা প্রদানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।’ তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন আইইবির সাধারণ সম্পাদক ড. অধ্যাপক প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

আরও পড়ুন: প্রথমবারের মতো শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় রাবিপ্রবি উপাচার্যের

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী সেন্টারের ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান (একাডেমিক) প্রকৌশলী মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শিহাবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) শুধু পেশাজীবীদের জন্য নয়, দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ তাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। এসব কার্যক্রম স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬