শাবিপ্রবিতে প্রথমবারের মতো ইসলামিক কনফারেন্স আজ

শাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইকেএসএস ইসলামিক কনফারেন্স-২০২৫’
শাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইকেএসএস ইসলামিক কনফারেন্স-২০২৫’  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইকেএসএস ইসলামিক কনফারেন্স-২০২৫’। এতে দেশবরেণ্য ইসলামিক আলোচকরা উপস্থিত থাকবেন। কনফারেন্সটির আয়োজন করছে ‘ইসলামিক নলেজ সিকারস অব সাস্ট’।

আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মেয়েদের ‘আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা’ সেশনের মধ্য দিয়ে কনফারেন্সটি শুরু হবে। এরপর বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ছেলেদের সেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

করফারেন্সে ‘আদর্শ সমাজ গঠনে ইসলাম’ বিষয়ের ওপর আলোচনা করবেন ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও আলেমগণ। এছাড়া কনফারেন্সটিতে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, বুক স্টল, প্রদর্শনী ও নাশিদ পরিবেশনা থাকছে।

আরো পড়ুন: ৯ বিশ্ববিদ্যালয়ই থাকছে কৃষি গুচ্ছে, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আলোচকদের মধ্যে থাকবেন ঢাকা পলিটেকনিক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমেদ, সিয়ানাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতি জিয়াউর রহমান, ইসলামি অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি যুবায়ের আহমদ, শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।

আরো উপস্থিত থাকবেন লেখক ও অনুবাদক ইমরান রাইহান এবং নাশিদ শিল্পী শেখ এনামুল হক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence