হাবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা দুই হলের নাম পরিবর্তন
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা দুই হলের নাম পরিবর্তন করেছে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ এবং শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘নূর হোসেন হল’ সম্বলিত ব্যানার টানান তারা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় শিক্ষার্থীরা হলে প্রবেশ করে পুরনো নামফলক সরিয়ে নতুন ব্যানার স্থাপন করেন।
হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা তোফাজ্জল হোসেন তপু জানান, “ ফ্যাসিস্ট রেজিমের কোন সদস্য বা তার পরিবারের সদস্যের নামে দেশে বিশ্ববিদ্যালয় কিংবা স্থাপনা থাকতে পারেনা। আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম নামগুলো পরিবর্তন করতে। সাধারণ শিক্ষার্থীদেরও দাবী ছিলো। কিন্তু তারা কোন পদক্ষেপ না নেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা আগের নামফলক ভেঙে নতুন নাম দিয়েছে।"
গত বছরের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ রাসেল হলের দুটি ভবনের নামফলক খুলে ফেলে শিক্ষার্থীরা। পাশাপাশি বঙ্গবন্ধু ম্যুরাল, বঙ্গবন্ধুর প্রতিকৃতি কালি দিয়ে মুছে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ব্যানার পরিবর্তনকারী শিক্ষার্থীরা মনে করেন, বিজয় ২৪ ও নূর হোসেন নামগুলো সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত। ‘বিজয় ২৪’ নামটি স্বৈরাচার আওয়ামী সরকারের অপশাসনও বৈষম্যমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিজয়ের বার্তা বহন করে, আর ‘নূর হোসেন হল’ নামটি গণতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে উৎসর্গীকৃত।
বঙ্গবন্ধু হলের হল সুপার অধ্যাপক ড. আরিফুজ্জামান বলেন, ব্যানার লাগানোর পর গতকাল এক শিক্ষার্থী আমাকে ফোন করে বিষয়টি জানায়। সারাদেশে শেখ পরিবারের নামে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তন হচ্ছে। ছাত্র-জনতার একটা আকাঙ্খা আছে এই বিষয়ে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামে হলগুলোর নাম পরিবর্তন করতে পারি কিনা তা নিয়ে আমাদের মধ্যে আলাপ চলছে। পাশাপাশি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পদবী হল সুপারের পরিবর্তে হল প্রভোস্ট করার বিষয়েও ভিসি স্যারের সাথে আলাপ হয়েছে।
প্রসঙ্গত, বিগত আওয়ামী সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের নাম কালি দিয়ে মুছে দেয় ছাত্রলীগ। সেসময় হলটিকে ডরমিটরি-২ বলে ডাকা হলেও কাগজে কলমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলই ছিলো। সরকার পতনের পর আবারও পূর্বের নামেই সেই হলের নাম লেখা হয়েছে।