পবিপ্রবি রিজেন্ট বোর্ডে বাকৃবির তিন শিক্ষাবিদকে সদস্য হিসেবে মনোনয়ন

১৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
মনোনীত তিনজন শিক্ষাবিদ

মনোনীত তিনজন শিক্ষাবিদ © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষাবিদকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৮(১)(ছ) ও ১৮(৩) অনুযায়ী আগামী ৩ বছরের জন্য এই তিনজন বিশিষ্ট শিক্ষাবিদকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

মনোনীত তিন শিক্ষাবিদ হলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. জহির উদ্দীন (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম (অবসরপ্রাপ্ত) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ।

এ বিষয়ে মনোনীত রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো. জহির উদ্দীন বলেন, ‘প্রথমত, আমি বিশ্ববিদ্যালয়ের সকলের মঙ্গল কামনা করছি এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য বর্তমানে একজন যোগ্য ভিসি রয়েছেন। আমরা আশাবাদী যে, সকলের সহযোগিতায় আমরা মনোনীত তিনজন মেধা, সময় ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করব।’

তিনি আরো বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়টি কোস্টাল এরিয়াতে অবস্থিত হওয়ায়, চাষাবাদের ক্ষেত্রে লবণাক্ততা একটি বড় সমস্যা, বিশেষ করে বরগুনা ও কলাপাড়া অঞ্চলে। আমরা শিক্ষার্থীদের নিয়ে এই সমস্যা সমাধান ও গবেষণা করার পরিকল্পনা করছি। আমাদের বিশ্বাস, সকলের সার্বিক সহযোগিতায় আমরা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব।’

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬