শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টার সাথে মেরিটাইম ইউনিভার্সিটি ভিসির সাক্ষাৎ

উপদেষ্টার সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ
উপদেষ্টার সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎ করেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরেন। 

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, সেমিস্টার ফি হ্রাসের জন্য শিক্ষার্থীদের চলমান দাবি সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেছেন এবং মন্ত্রণালয়ের কাছ থেকে দ্রুত সিদ্ধান্ত প্রদানে অনুরোধ করেছেন। এছাড়া চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দ্রুত স্থানান্তরের বিষয়েও কথা হয়। চট্টগ্রামের হামিদচরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন। শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপাচার্যকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিক ইশরাক রিজভী বলেন, ‘যেহেতু উপাচার্য মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন আশা করছি একটি সুখবর আসছে। আগামী ২০ তারিখ ত্রিপক্ষীয় সভার পর একটি সুনির্দিষ্ট ঘোষণা আসলে আমরা শ্রেণি কার্যক্রমে ফিরবো। আশা করি সবাই আমাদের যৌক্তিক দাবির দিকে সুনজর দিবেন।’

উল্লেখ্য, গতকাল সকালে শিক্ষার্থীরা মিরপুর ১২ এর অস্থায়ী ক্যাম্পাস থেকে ইউজিসির উদ্দেশ্যে লং মার্চ শুরু করে। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং পরে ইউজিসির দিকে যাত্রা করে। শিক্ষার্থীদের সাথে আলোচনায় আগামী ২০ তারিখ বিকেল ৩ টায় ইউজিসি চেয়ারম্যান, অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে বৈঠকের সিদ্ধান্ত দেন। পরবর্তীতে শিক্ষার্থীরা ২০ তারিখ পর্যন্ত সকল ধরনের ক্লাস পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে ইউজিসি ছাড়ে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত মেরিটাইম ইউনিভার্সিটি দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস পায়নি। এছাড়া, উচ্চ সেমিস্টার ফি এবং অন্যান্য প্রশাসনিক সমস্যা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence