যবিপ্রবি শিক্ষার্থী রিয়াদ হত্যাকাণ্ড, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি

১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৪ সালে ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে খুন হওয়া পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যার বিচার ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও রিয়াদের পরিবার এখনো পর্যন্ত সঠিক বিচার ও ক্ষতিপূরণ পায়নি বলে জানান তৎকালীন শিক্ষার্থীরা। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা রিয়াদ হত্যার ন্যায়বিচার চাই। ১০ বছরেও যদি বিচার না হয়, তাহলে এই দীর্ঘসূত্রতা আমাদের ন্যায়বিচার ব্যবস্থার দুর্বলতার প্রমাণ। এছাড়া আমরা তার পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানাচ্ছি। 

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান বলেন, স্বৈরাচারী হাসিনার আমলে বাংলাদেশের কোনো খুনেরই বিচার হয়নি। ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রত্যেকটি ক্যাম্পাস ছাত্রলীগ দ্বারা অনিরাপদ ছিল, শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হতো। রিয়াদ ভাই অসাধারণ একজন মানুষ ছিলেন, তিনি সবসময় অন্যায় ও অবিচারের প্রতিবাদ করতেন। সিস্টেমের বিরুদ্ধে কথা বলার কারণেই তিনি সবার কাছে জনপ্রিয় ছিলেন। সেই জনপ্রিয়তাকে হিংসা করে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নির্মমভাবে হত্যা করা হয়। দশ বছর পেরিয়ে গেছে, আমরা এখনও বিচার পাইনি। আমরা দ্রুত বিচার চাই এবং তার পরিবারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতার দাবি জানাচ্ছি।  

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, রিয়াদের পরিবার বিচার এবং কোন প্রকার ক্ষতিপূরণ না পেয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। তারা রিয়াদের পরিবারের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ জুলাই যবিপ্রবির প্রধান ফটকের সামনে রিয়াদকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। কিন্তু এতদিন পরও হত্যাকারীরা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে, যা রিয়াদের পরিবার ও সহপাঠীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬