মেরিটাইমের নাম পরিবর্তনসহ তিন দাবিতে ইউজিসি অভিমুখে লং মার্চে শিক্ষার্থীরা 

১৪ জানুয়ারি ২০২৫, ১১:০১ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
লং মার্চ করছেন মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

লং মার্চ করছেন মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি রাখা, সেমিস্টার ফি হ্রাস এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অভিমুখে লং মার্চ শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তারা মিরপুর-১২ এর অস্থায়ী ক্যাম্পাসে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন। দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করছেন তারা।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ৫ আগস্টের পর তৃতীয়বারের মতো আন্দোলনে নামেন। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ মিরপুর-১২ এর পল্লবী মেট্রোস্টেশন সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছেন।

আরো পড়ুন: কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ উত্তীর্ণ শিক্ষার্থীদের

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। সমুদ্রভিত্তিক অর্থনীতি গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি যাত্রার এত বছর পরও স্থায়ী ক্যাম্পাস না পাওয়া এবং অত্যাধিক সেমিস্টার ফি সহ নানা সমস্যায় জর্জরিত বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মেরিটাইম ইউনিভার্সিটির বিভিন্ন বিষয় সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এ আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা আজ ইউজিসি অভিমুখে লং মার্চ করছেন।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬