পবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্নার’র উদ্বোধন 

পবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্নার
পবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্নার  © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্নার’র উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্নারে জুলাইয়ের গণবিপ্লবকে ফুটিয়ে তোলা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এ কর্নারের উদ্বোধন করেন।

 এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, পোস্ট-গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. জিল্লুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে ফ্রেমবন্দি করে সবার মাঝে স্মৃতি হিসেবে তুলে ধরার এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একাত্তরের মুক্তিকামী জনতার প্রতিবাদী মনোভাবের ধারাবাহিকতায়ই আমদের জুলাই বিপ্লবের প্রতিফলন। জুলাই বিপ্লবের এই কর্ণারটি আমাদের ছাত্রদের মাঝে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার এক অনুপ্রেরণা যোগাবে বলে আমি আশা করি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ‘পরিবর্তিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মহান বিজয় দিবসের বিভিন্ন  কর্মসূচী পালনের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান'২০২৪ স্মরনে জুলাই কর্ণার উদ্বোধন নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। এর মাধ্যমে একাত্তরের প্রেরণাকে ধারন করে আমরা ভবিষ্যতে যে কোন ধরনের ফ্যাসিবাদ মোকাবিলায় নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা রাখবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একাত্তরে আমরা আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি, আর চব্বিশের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা করেছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence