দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে শাবিপ্রবিতে

১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে বলা হয়েছে, '২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি (সাধারণ ও কারিগরি) দাখিল বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি (সাধারণ ও কারিগরি) আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স অথবা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ১ম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।'

এ ছাড়া, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে  অ্যাকাডেমিক কাউন্সিল।

অ্যাকাডেমিক কাউন্সিলসূত্রে আরও জানা গেছে, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করবে শাবিপ্রবি। ভর্তি পরীক্ষার আবেদন ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দুবেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইবিতে জাতীয় ছাত্রশক্তির হ্যাঁ ভোটের প্রচারণা
  • ২৪ জানুয়ারি ২০২৬