শাবিপ্রবির আইআইসিটিতে সান্ধ্যকালীন মাস্টার্সে ভর্তি, আবেদন সিজিপিএ ২.৫০ হলেই

শাবিপ্রবি মাস্টার্সে ভর্তি
শাবিপ্রবি মাস্টার্সে ভর্তি  © টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) পরিচালিত মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজিতে (এমআইটি) সান্ধ্যকালীন মাস্টার্সের সপ্তম ব্যাচে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। আবেদনের করা যাবে ১১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

*স্নাতক ও প্রযোজ্য ক্ষেত্রে স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) বা সনাতন পদ্ধতিতে পাস করা শিক্ষার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে;

*৪ বছরের বিএসসি (৩ বছরের বিএসসি ডিগ্রি + ১ বছরের মাস্টার্স) ডিগ্রি থাকতে হবে;

*৪ বছরের স্নাতক (ডিগ্রি) (৩ বছরের স্নাতক/পাস + ১ বছরের মাস্টার্স) আইটি বা সমমানের ১ বছরের পিজিডি বা আইটি বিষয়ে ডিগ্রি থাকতে হবে;

এমআইটি কোর্স/সেমিস্টার ফি: ২০ হাজার টাকা;

ক্লাসের সময়: বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, (ক্লাস-রোববার থেকে বৃহস্পতিবার, সপ্তাহে চার দিন);

আসন সংখ্যা: ৪০টি;

কোর্সের মেয়াদ: ১৮ মাস (৩ সেমিস্টার);

আবেদন ফি: ভর্তি ফি বাবদ পাঁচশ টাকা দিতে হবে;

ভর্তি পরীক্ষা: আগামী ১৩ ডিসেম্বর ২০২৪;

সময়: সকাল ১০টা (বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি গ্যালারি ১–এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে);

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে :

671904da03734attachment-1729677115


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence