পবিপ্রবির এম কেরামত আলী হলে নবীনবরণ অনুষ্ঠিত

০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
পবিপ্রবির এম কেরামত আলী হলে শিক্ষার্থীদের  নবীনবরণ অনুষ্ঠিত হয়

পবিপ্রবির এম কেরামত আলী হলে শিক্ষার্থীদের  নবীনবরণ অনুষ্ঠিত হয় © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এম কেরামত আলী হলে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের  নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী মারসিফুল আলম রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে  অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন হলো শিক্ষা ও নৈতিকতার সমন্বয় করে চলার ধাপ । এ সময়ে জীবনকে গোছালো, সুন্দর পরিপাটি, ও নৈতিক মূল্যবোধ দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন: প্রথমবারের মতো অটোমেশন ভর্তিপ্রক্রিয়ায় পবিপ্রবি

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শেখ  আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের এম কেরামত আলী হল একটি পরিবার, এখানে বড়দের সম্মান এবং ছোটদের ভালোবাসার মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, এম.কেরামত আলী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. রফিক উদ্দিনসহ বিভিন্ন অনুষদের সিনিয়র শিক্ষার্থীরা। নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওই হলের প্রভোস্ট ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বলছে পাকিস্তান
  • ২৪ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই শোরুমে চাকরি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৩০, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৫ দাবিতে পুলিশ সুপারকে হাবিপ্রবি ছাত্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করব : জামায়া…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রিল বিজয়ী তরুণদের সঙ্গে দেশ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন তা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে
  • ২৪ জানুয়ারি ২০২৬