যবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাদের অপসারণের দাবিতে আল্টিমেটাম

০২ নভেম্বর ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন

শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে আওয়ামী পন্থি শিক্ষক-কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আল্টিমেটাম দিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে তাঁরা। 

শনিবার (২ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে তাঁরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন স্বৈরাচারী সরকারের হয়ে সাত বছর ধরে বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। এই সিন্ডিকেটের মূলহোতা অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ। তিনি ও তার সহযোগীরা মিলে নিয়োগ বাণিজ্য পরিচালনা করতেন। ইকবালের সহযোগীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিনুল হক, উপ-রেজিস্ট্রার মো. ইমদাদুল হক, উপ-রেজিস্ট্রার নিত্যানন্দ পাল, সহকারী পরিচালক আব্দুর রশিদ অর্নব, সেকশন অফিসার সাইফুল ইসলাম, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নিরাপত্তা সুপারভাইজার মুন্সি মনিরুজ্জামান, সেকশন অফিসার পার্থ সারথি রায়, অফিস সহায়ক আরিফুজ্জামান সোহাগসহ আরও অনেকে।’

আরও পড়ুন: টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে

তাঁরা আরও বলেন, ‘যবিপ্রবিতে স্বৈরাচারের দোসরদের উপস্থিতি ও স্বৈরাচারী মনোভাব কখনো মেনে নেওয়া হবে না। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি অবিলম্বে তাদের অপসারণ করা হোক। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, অন্যথায় আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।’ 

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যারাই দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্তের সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অবস্থান প্রশংসাযোগ্য। শিক্ষার্থীরা যে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠন করতে চায়, আমি আমার অবস্থান থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।’

স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, আবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসে এগিয়ে ‘এ-২’ শিফট
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিগারেট-নেশাকে ছেলেমেয়েরা প্রায়ই ফ্যাশনেবল মনে করে, বাস্তব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘ফ্যমিলি কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা চাইছে প্রতারক চ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কুল হবে ল্যাবরেটরি, কমিউনিটি ক্লিনিক মিনি হাসপাতাল’—৬ পয়ে…
  • ২৪ জানুয়ারি ২০২৬