চুয়েটের সাবেক ছাত্র তামিম হত্যার বিচার চাইলেন কর্মকর্তারা

১৪ অক্টোবর ২০২৪, ১২:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী তামিম হত্যার প্রতিবাদ এবং শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশন। আজ সোমবার (১৪ অক্টোবর) সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইইই বিভাগের ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিমকে বর্বরোচিত হত্যার নির্মম ঘটনায় অফিসার্স অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তারা এ বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 

আরো পড়ুন: ধোঁয়ার কুন্ডুলি দেখতে গিয়ে শহীদ হয় ছায়াদ, পায়ের জুতা দেখে লাশ শনাক্ত

সংক্ষুব্ধ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি চুয়েটের কর্মকর্তার পক্ষ হতে সমবেদনা জ্ঞাপন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন সংগঠনের নেতারা। তামিম হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দুর্বৃত্তদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।

রুয়েটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছরে পদার্পণ: বছর…
  • ২৪ জানুয়ারি ২০২৬