মেধার ভিত্তিতে হলে সিট পাবেন পাবিপ্রবি শিক্ষার্থীরা

  © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) হল গুলোতে এখন থেকে  মেধার ভিত্তিতে সিট পাচ্ছেন  সাধারন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শুরু থেকেই হলে ছাত্রলীগের একচ্ছত্র অধিপত্য,সিট বানিজ্য এবংদলীয়করণের  মাধ্যমে অবৈধ ভাবে সিট দখল করে রাখত।  এমনকি গত জুলাই মাসে হল প্রশাসন  অবৈধ শিক্ষার্থীদের  সিট বৈধকরনের  নোটশ দিলেও ক্ষমতার দাপটে তা কর্ণপাত করে নি।

৫ আগষ্ট গনঅভ্যুণ্থনের মধ্যদিয়ে  স্বৈরাচার সরকারের পতন ঘটলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সাধারন শিক্ষার্থীরা দখলে নেন।

শিক্ষার্থীরা হলে অভিযান পরিচালনা করে  অবৈধ শিক্ষার্থীদের রুম থেকে বিপুল পরিমান মাদক ও দেশিয় অস্ত্র উদ্ধার করে হল প্রশাসনের নিকট হস্তান্তর করেন। পরবর্তিতে  হল প্রশাসন শিক্ষার্থীদের সাথে আলোচনা করে অবৈধ সিট বাতিল এবং হলে সিট বরাদ্দের ক্ষেত্রে   মেধার ভিত্তিতে  সিট প্রদান করা হবে বলে জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ