১২ ঘন্টার মধ্যে মাভাবিপ্রবির হল খুলে দিতে আল্টিমেটাম

০৩ আগস্ট ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM

© টিডিসি ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি নিয়েছেন। তাতে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

আজ শনিবার (৩ আগস্ট) ২টায় দিকে ভারি বৃষ্টিপাতের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা ছাতা মাথায় বা ছাতা ছাড়া মূল ফটকের সামনে জড়ো হতে থাকে। সেখান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা বক্তব্য দেন। 

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মূল ফটকের তালা ভেঙ্গে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের অভিমুখে প্রবেশ করে। এরপর ভিসি বাসভবনের সামনে স্লোগান কিছুক্ষণ দিয়ে হল চত্বরের ঘুরে প্রক্টর অফিসের সামনে সবাই একত্রিত হয়। 

এরপর প্রক্টর অধ্যাপক ড. মো. মুসা মিয়ার কাছে স্মারকলিপি জমা দেন। সেখানে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার কথা উল্লেখ করে অবিলম্বে হলে উঠতে উঠার দাবি জানান। সেখানে আরও বলেন, ১২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। 

শিক্ষার্থীরা জানান, তাদের দেওয়া সময় আগামীকাল রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার মধ্যে পূরণ না হলে তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিবেন। এরপর তারা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ত্যাগ করেন।

বিপিএলে রান কম হওয়ায় যে যুক্তি বিসিবির
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিল্পকলা একাডেমিতে ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কী করবেন ক্রিকেটাররা?
  • ২৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন নিয়ে মাউশির জর…
  • ২৫ জানুয়ারি ২০২৬
দেশের উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ নিয়ে জরিপ করছে জাতীয় বিশ্ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬