চুয়েট সাংবাদিক সমিতির নতুন সভাপতি ফাহিম, সম্পাদক হাবিব

তানবির আহমদ চৌধুরী ফাহিম ও মো. হাবিবুর রহমান আসলাম
তানবির আহমদ চৌধুরী ফাহিম ও মো. হাবিবুর রহমান আসলাম  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সংবাদধর্মী সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি তানবির আহমদ চৌধুরী ফাহিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চুয়েট প্রতিনিধি মো. হাবিবুর রহমান আসলাম।

বৃহস্পতিবার (৪ জুলাই) চুয়েটের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং উপ-পরিচালক অধ্যাপক ড. মো. ইসলাম মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই  দেশ ও বিশ্ববাসীর সামনে চুয়েটকে তুলে ধরতে ভূমিকা রাখছে। টিএসসি, ইনকিউবেটর সহ যাবতীয় উন্নয়নের বিষয়গুলো তারা বরাবরই তাদের লেখনিতে তুলে ধরে। এছাড়াও, বিভিন্ন সময় এ সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। আশা করি, ভবিষ্যতেও তারা তাদের কাজের এমন ধারা অব্যাহত রাখবে।

নবগঠিত কমিটির সভাপতি তানবির আহমেদ চৌধুরী বলেন, বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে প্রতিষ্ঠালগ্ন থেকে চুয়েট সাংবাদিক সমিতি কাজ করে আসছে। চুয়েটের ভাল খবরগুলোর পাশাপাশি বিভিন্ন গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা চুয়েটের কল্যাণে অবদান রাখছি। আশা রাখছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিকাল সাড়ে পাঁচটায় সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক কালবেলা প্রতিনিধি জেরিন সুলতানা ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ ফাহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আসহাব লাবিব, দপ্তর সম্পাদক দ্যা বাংলাদেশ টুডের প্রতিনিধি ইপসিতা জাহান সুমা, অর্থ সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সাইকা শুহাদা, তথ্য ও প্রচার সম্পাদক দ্যা ডেইলি মেসেঞ্জারের প্রতিনিধি মোহাম্মদ ইয়াসির আফনান, কার্যকরী সদস্য সমকাল প্রতিনিধি মো.ফাহিম রেজা, নয়া শতাব্দী প্রতিনিধি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আসাদুল্লাহ গালিব, চুয়েট নিউজ ২৪.কম প্রতিনিধি নাফিসা নাওয়ার।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence