বশেফমুবিপ্রবি ফিশারিজ বিভাগে তিন দিনব্যাপী সম্প্রসারণ মাঠ সফর শুরু
- বশেফমুবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:২৪ AM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:২৪ AM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের তিন দিনব্যাপী সম্প্রসারণ মাঠ সফর শুরু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ফিশারিজ বিভাগের শ্রেণিকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লূৎফর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান মুহম্মদ রফিকুল বারী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সাবেক চেয়ারম্যান সহকারী প্রক্টর ড. আব্দুস ছাত্তার, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ড. মুহাম্মদ ফরহাদ আলী, গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ প্রোগ্রামের পরিচালক হিসেবে রয়েছেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। আর কোর্স সমন্বয়ক হচ্ছেন সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই মাঠ সম্প্রসারণ সফরে ৭৪ জন শিক্ষার্থী মেলান্দহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, মৎস্য খামার, প্রকৌশল, কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং রিসোর্স পারসনদের সঙ্গে মতবিনিময় করবেন।