বশেফমুবিপ্রবি ফিশারিজ বিভাগে তিন দিনব্যাপী সম্প্রসারণ মাঠ সফর শুরু

৩০ জানুয়ারি ২০২৪, ১২:২৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
ফিশারিজ বিভাগের তিন দিনব্যাপী সম্প্রসারণ মাঠ সফর শুরু

ফিশারিজ বিভাগের তিন দিনব্যাপী সম্প্রসারণ মাঠ সফর শুরু © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের তিন দিনব্যাপী সম্প্রসারণ মাঠ সফর শুরু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ফিশারিজ বিভাগের শ্রেণিকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লূৎফর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

ফিশারিজ বিভাগের চেয়ারম্যান মুহম্মদ রফিকুল বারী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সাবেক চেয়ারম্যান সহকারী প্রক্টর ড. আব্দুস ছাত্তার, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ড. মুহাম্মদ ফরহাদ আলী, গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

তিন দিনব্যাপী এ প্রোগ্রামের পরিচালক হিসেবে রয়েছেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। আর কোর্স সমন্বয়ক হচ্ছেন সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই মাঠ সম্প্রসারণ সফরে ৭৪ জন শিক্ষার্থী মেলান্দহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, মৎস্য খামার, প্রকৌশল, কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং রিসোর্স পারসনদের সঙ্গে মতবিনিময় করবেন।

রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬