বশেফমুবিপ্রবির সমাজকর্ম বিভাগে গবেষণা কর্মশালার উদ্বোধন  

১৮ অক্টোবর ২০২৩, ০৭:১০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বশেফমুবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের কর্মশালায় উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা

বশেফমুবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের কর্মশালায় উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সমাজকর্ম বিভাগে দু্ই দিন ব্যাপী 'রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল রিসার্চ' শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান এ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

'রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল রিসার্চ' শীর্ষক কর্মশালার প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. এমাজ উদ্দিন বক্তব্য রাখবেন।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মো. আল মামুন সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান এবং রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সমাজকর্ম বিভাগের প্রভাষক ইমরুল কবির ও তাইয়্যেবা তাবাসসুমের সঞ্চালনায় এ সময় বিভাগের সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। 

এ সময় ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী, গণিত বিভাগের চেয়ারম্যান রিপন রায়, ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল আলম, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. অলিউল্লাহ চৌধুরী ও হোসাইন মাহমুদসহ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিক…
  • ২৭ জানুয়ারি ২০২৬