চুয়েটে ২৭ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সাবেক শিক্ষার্থীরা

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন চুয়েট এ্যালামনাই এসোসিয়েশন। আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৫৭ জন শিক্ষার্থীদের মধ্যে মোট ২৭ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয় ৷ 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহযোগী ও অগ্রযাত্রার নিয়ামক। অ্যালামনাইয়ের সাথে বর্তমান শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বাড়াতে এ ধরনের উদ্যোগ আশাব্যাঞ্জক। চুয়েট থেকে দীর্ঘ ৫৫ বছরে সাড়ে ১২ হাজারের বেশি শিক্ষার্থী বের হয়েছে। সবাই দেশ-বিদেশে দক্ষতার সাথে অবদান রেছে চলেছেন। এখানে শিক্ষক-শিক্ষার্থীর জ্ঞানভিত্তিক ও গবেষণাধর্মী কার্যক্রম চলমান। আমাদের অগ্রগতির স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস র‌্যাংকিংয়ে সাম্প্রতিক সফলতা তারই স্বাক্ষর বহন করে। চুয়েটের সার্বিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানাই।

বৃত্তি প্রদানের বিষয়ে চুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফিরোজ খাননুন ফরাজী বলেন, চুয়েটের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণায় আরো বেশি উদ্বুদ্ব করতেই আমাদের এ প্রচেষ্টা। শিক্ষার্থীদের যেকোন বিষয়ে সহযোগিতা করতে এবং চুয়েটকে বিশ্বের দরবারে তুলে ধরতে আমরা সবসময় কাজ করে যাবো।আগামী বছরেও শিক্ষার্থীদের ৫০ লক্ষ টাকা বৃত্তি প্রদানের ইচ্ছা রয়েছে। এছাড়াও অস্বচ্ছল শিক্ষার্থীদের বিষয়েও আমরা আগামী বছর থেকে বৃত্তির ব্যবস্থা করার চেষ্টা করছি। ছাত্রজীবনে র‌্যাগিং, মাদক এবং কোনো ধরণের সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত থাকলে, ঐ ব্যক্তিকে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম,  সংগঠনটির সাবেক সভাপতি প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া এবং বি এন্ড টি গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোখলেছুর রহমান। অনুষ্ঠানে চুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি খান আতাউর রহমান সান্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারাণ সম্পাদক প্রকৌশলী মেজর মো. ফিরোজ খাননুন ফারাজী (অবঃ)।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে চুয়েট এ্যালামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে এককালীন আর্থিক অনুদান এবং সনদ প্রদান করে আসছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence