মাভাবিপ্রবি

বিশেষজ্ঞদের মতামতে নতুন দুই বিভাগের কার্যক্রম শুরু হতে পারে: ইউজিসি চেয়ারম্যান

মাভাবিপ্রবি লোগো
মাভাবিপ্রবি লোগো  © ফাইল ছবি

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে মাভাবিপ্রবিতে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ এবং ‘ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন’ বিভাগের কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছি’। প্রয়োজনীয় শর্তসমূহ সম্পন্ন করে আগামী শিক্ষাবর্ষ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করতে সক্ষম হবে। 

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রস্তাবিত 'মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং' এবং 'ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন' বিভাগ খোলার বিষয়ে প্রয়োজনীয় অবকাঠামো, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা দেখতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, সেটি এখানে পর্যাপ্ত নই। এছাড়া, ক্যাম্পাসের ভিতরে অনেক স্থাপনা রয়েছে যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিঘ্নিত করছে। এ সকল সমস্যা সমাধানের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: রাবির কলা অনুষদের ডিন্‌স অ্যাওয়ার্ড পেলেন ১৪ শিক্ষার্থী  

এসময় প্রফেসর আলমগীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জহুরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. একেএম মালেক, ইউজিসি'র অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক লাবিবা মহসীন, ইমরান হোসেন ও মাভাবিপ্রবির  সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ সাথে ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence