শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, ছাত্রীসহ দুইজনকে বহিষ্কার

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© ফাইল ছবি

র‍্যাগিংয়ের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন, ইসরাত জাহান ও জহিরুল ইসলাম। তারা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এদিকে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ওমর ফারুক এবং সহকারী প্রক্টর ড. আহসান হাবিব। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত ৩১ আগস্ট শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ওরিয়েন্টেশনের শেষে এক নবীন শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার অভিযোগ উঠে অভিযুক্ত ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে তাদের সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬