হাবিপ্রবি ছাত্রীকে থাপ্পড় ও মারধর, এক ছাত্র বহিষ্কার

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM

© লোগো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এক ছাত্রীকে থাপ্পড় ও মারধর করার অভিযোগ এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ওই ছাত্রের নাম সাখাওয়াৎ হোসেন সোহাগ। তিনি ২০১৭ শিক্ষাবর্ষের যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট ২৩ ব্যাচের ভর্তি পরীক্ষা চলাকালীন দায়িত্বরত শিক্ষকদের সামনে আর্কিটেকচার বিভাগের এক ছাত্রীকে টিএসসির সামনে আপনি অতর্কিতভাবে শারীরিক আঘাত করেছেন। এমতাবস্থায় আপনাকে Ordinance of Student and Discipline এর ১৪ এবং ১৫ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের দায়ে একাডেমিক কার্যক্রম এবং হল হতে সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কারাদেশটি ৩১ আগস্ট কার্যকর বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। সেখানে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। সেইসাথে নির্যাতনেরও অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে টিএসসির সামনে ২০১৭ শিক্ষাবর্ষের যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাখাওয়াৎ হোসেন সোহাগ তার মোটরসাইকেল দিয়ে ওই ছাত্রীর পায়ে অযাচিতভাবে ধাক্কা দেয়। পরে তিনি কথা বলতে গেলে এক পর্যায়ে সোহাগ তার গালে সজোরে আঘাত করে। পরে ওই ছাত্রী তাকে কলার ধরে বাইক থেকে নামাতে গেলে অভিযুক্ত সোহাগ তার গায়ে হাত দেয় এবং এক পর্যায়ে পা ধরে মাটিতে ফেলে দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপিড়ন সেলে বিষয়টি তদন্তাধীন আছে। সেখান থেকে চূড়ান্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬