ভারত চাইলে ৫ ঘন্টায় পূর্ব পাকিস্তান দখল করতে পারত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  © টিডিসি ফটো

ভারত চাইলে ৫ ঘন্টায় পূর্ব পাকিস্তান দখল করতে পারত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদদের স্মরণে আলোচনা সভায় মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে আলোকপাত করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, শেখ হাসিনার সঠিক প্ল্যানে আমরা এগোচ্ছি। আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই। তরুণ প্রজন্মও আসন্ন নির্বাচনে চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় বলে আমি বিশ্বাস করি। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, বঙ্গবন্ধু এ দেশ নিয়ে বহু স্বপ্ন দেখেন। জননেত্রী শেখ হাসিনা শুধু পিতার দেখা সে স্বপ্নই নয় বরং তিনি নিজও এ দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখেন এবং তা পূরণে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। তারই যোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ অর্জন করব এমন আশা ব্যক্ত করছি।

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ জয়।

অনুষ্ঠানে বুটেক্সের কর্মকর্তা সমিতির সভাপতি মো: শরীফুর রহমান, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড: জুলহাস উদ্দিন এবং তেজগাও থানা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence