আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফাইবার ও পলিমার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

২৯ আগস্ট ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
সেমিনারে অতিথিরা

সেমিনারে অতিথিরা © টিডিসি ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাইবার ও পলিমার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এম. এইচ. খান অডিটরিয়ামে সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর তাকাসি কিতোনি। জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর মিদোরি তাকাসাকি, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এতে টেক্সটাইল বিভাগের প্রধান প্রফেসর ড. লাল মোহন বড়াল শুভেচ্ছা বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মাহবুবুর রহমান গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন। 

উদ্বোধনী ও সেমিনানে সভাপতিত্ব করেন জাপানের সিজুকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর ড. এম. এ. বারিক। অনুষ্ঠানে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। 

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬