পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

২৫ আগস্ট ২০২৩, ০১:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নির্মাণাধীন এক ভবন থেকে দড়ি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটে। এতে একজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ঘন্টি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আসাদুল আলী (৩০)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, সকাল ৯টার দিকে ৩ জন নির্মাণশ্রমিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণাধীন ১০ তলা একটি ভবনে দড়ি ঝুলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে তাঁরা নিচে পড়ে যান। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুই শ্রমিকের মৃত্যু হয়। অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলে পদ হারাতে যাচ্ছেন ছাত্রদল নেতারা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন গনমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর তিনজনকে রাজশাহী মেডিকেলে নেওয়া হচ্ছে এ খবর শুনেছেন, তবে কারা মারা গেছেন, তা নিশ্চিত হতে পারেননি। খোঁজ নেওয়া হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬