বুটেক্সের প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ অক্টোবর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং প্রোগ্রামের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। তাদের ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর থেকে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সেকশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুটেক্সের অ্যাকাডেমিক সেকশনের সহকারী রেজিস্ট্রার এহসানুল করিম জানিয়েছেন, নবীন শিক্ষার্থীদের  দশটি বিভাগের ওরিয়েন্টেশন একই দিনে অনুষ্ঠিত হবে, তবে আয়োজনটি হবে বিভাগভিত্তিক আলাদা আলাদা। এছাড়াও নবীনবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে কারা থাববেন তা প্রতিটি ডিপার্টমেন্ট প্রধান সিদ্ধান্ত নিবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গত ৮ আগস্ট বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ফাঁকা আসন পূরণে দ্বিতীয় দফায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। উচ্চশিক্ষালয়টিতে গত ২০ আগস্ট শুরু হওয়া বিভাগ মাইগ্রেশন চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।


সর্বশেষ সংবাদ