বুয়েটে কাল কর্মসূচির ডাক শিক্ষার্থীদের

১৪ ডিসেম্বর ২০২২, ১০:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
ফারদিন নূর পরশ

ফারদিন নূর পরশ © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন, র‌্যাব ও ডিবির এমন বক্তব্য মানতে নারাজ তার সহপাঠী ও বুয়েট শিক্ষার্থীরা। এমন বক্তব্যের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার তারা ক্যাম্পাসে কর্মসূচি দিয়েছেন।

তারা বলছেন, বুধবার সন্ধ্যার আগ পর্যন্ত কোথাও বলা হয়নি যে ফারদিন আত্মহত্যা করেছেন। ফারদিনের মরদেহের ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা বলেছেন যে ফারদিনকে হত্যা করা হয়েছে। অথচ এতোদিন ধরে তদন্তের পর ডিবি-র‌্যাবের এমন বক্তব্য মানা যায় না।

ডিবি প্রধান হারুন অর রশীদ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ফারদিন আত্মহত্যা করেছেন বলে তদন্তে পাওয়া যাচ্ছে। এরপর এক ব্রিফিংয়ে একই তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ।

এমন বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিফ্রিং ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন বুয়েট শিক্ষার্থী ও ফারদিনের সহপাঠীরা।

ফারদিনের সহপাঠী মাশিয়াত জাহিন বলেন, আমাদের কাছে সবকিছু স্বচ্ছ মনে হচ্ছে না। মনে হচ্ছে না যে এটা সুইসাইড ছিল। এ বিষয়ে আমাদের কিছু বলার আছে। আমরা কেন এটিকে সুইসাইড মনে করছি না সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। সেজন্য আমরা এই প্রতিবাদ কর্মসূচি ডেকেছি। এতে ফারদিনের বাবাও উপস্থিত থাকবেন।

আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬