ফারদিনের মৃত্যু এখনো রহস্যজনক: ডিবি

  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র ফারদিন নূর পরশ নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ কথা বলেছিলেন মোবাইল ফোনে তাঁর এক বন্ধুর সঙ্গে। কিন্তু ওই কথোপথনে কোনো সন্দেহজনক বার্তা বা তাঁর হত্যার সঙ্গে সম্পর্কিত কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কর্মকর্তা রাজীব আল মাসুদ বলেন, ফারদিনের মৃত্যু এখনো রহস্যজনক। আমরা বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করছি। বেশ কিছু এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা সেগুলো বিশ্লেষণ করছি। সব দিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

এদিকে, ফারদিনের মরদেহ উদ্ধারের পর তাঁর এক বান্ধবীকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করেন ডিবির সদস্যরা। এরপর র‍্যাব ওই তরুণীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন। দুই সংস্থা দুজনকে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করে। তবে তাদের কাছ থেকে বুধবার বিকেল পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এর বাইরে ছিনতাই, পূর্বশত্রুতা ও বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা ছিল কি না তাও খতিয়ে দেখছেন তারা। 

রাজধানীর রামপুরা, ধানমন্ডি, পুরান ঢাকা, জুরাইন, ডেমরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু এলাকার সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। এসব এলাকায় রিকশায় চড়তে ও হাঁটতে দেখা গেছে ফারদিনকে। এসব ফুটেজ বিশ্লেষণ করছে র‍্যাব ও ডিবি। প্রয়োজনে আরও এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কথা জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ফারদিন বাসা থেকে বুয়েট ক্যাম্পাসে যাওয়ার কথা বলে বের হলেও সেখানে যাননি। ৪ নভেম্বর বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তিনি ধানমন্ডি, টিএসসি, পুরান ঢাকায় ঘোরাফেরা করেন। সর্বশেষ পুরান ঢাকার জনসন রোড এরপর জুরাইন এলাকায় অবস্থান করেছিলেন তিনি। জুরাইন থেকে বুড়িগঙ্গা কাছাকাছি হলেও তাঁর মরদেহ মিলেছে শীতলক্ষ্যা নদীতে। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উত্তর খোঁজার চেষ্টা করছেন, তার মরদেহ কীভাবে শীতলক্ষ্যায় গেল। 

এদিকে, শীতলক্ষ্যা থেকে ফারদিনের মরদেহ উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট থাকায় মামলা করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। নৌপুলিশের কর্মকর্তারা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নিয়েছে। ফারদিনের বাবা নূর উদ্দীনকে বাদী করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হতে পারে বলে বুধবার সন্ধ্যা পর্যন্ত আলোচনা চলছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence