রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ৫৫
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ মে ২০২৫, ১০:১২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে প্রভাষক এবং সহকারী অধ্যাপক পদে ৫৫ শিক্ষক নিয়োগে বুধবার (৩০ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে ৬ সেট আবেদনপত্র আগামী ২৫ মে বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (২টি);
বিভাগ: রসায়ন;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: অ্যাডমিন অফিসার নেবে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, আবেদন অনলাইনে
২. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (১০টি);
বিভাগ: ইতিহাস;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৩. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (৮টি);
বিভাগ: সমাজকর্ম;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৪. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (৩টি);
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: সরকারি বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৯৯
৫. পদের নাম: প্রভাষক;
বিভাগ: ফারসি ভাষা ও সাহিত্য;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৬. পদের নাম: প্রভাষক;
বিভাগ: উর্দু;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৭. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (৩টি), প্রভাষক (৬টি);
বিভাগ: হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: ডিএনসিসিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৮
৮. পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (২টি), প্রভাষক (২টি);
বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৯. পদের নাম: প্রভাষক;
বিভাগ: এগ্রিকালচারাল কেমিস্ট্রি (১টি), জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্রেডিং (১টি), এগ্রোনমি (১টি), এগ্রিকালচারাল এক্সটেনশন (১টি), প্লান্ট প্যাথলজি (১টি), সয়েল সায়েন্স (১টি), হর্টিকালচার (১টি), এন্টমোলজি (১টি);
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
১০. পদের নাম: প্রভাষক;
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৬৬২, আবেদন এসএসসি পাসেই
যেভাবে আবেদন—
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণের পর ৬ সেট দরখাস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), রাজশাহী বিশ্ববিদ্যালয়;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ মে ২০২৫, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, শর্তাবলি, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট