আমরা ভোগান্তিহীনভাবে সেবা দিতে পারছি না: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমরা ভোগান্তিহীন ভাবে মানুষদের সেবা দিতে পারছি না। জেলা ও উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমাদের বাজেট বাড়ছে কিন্তু সেবার মান বাড়ছে না।

শিক্ষা উপমন্ত্রী বলেন, হাই লেভেল এসেসমেন্ট হলো নূন্যতম মানদণ্ড। এতে সন্তুষ্ট হলে চলবে না। আমাদের সেবার মান উন্নত হচ্ছে না। যারা প্রান্তিক পর্যায়ের সেবা গ্রহীতা তারা সেবা পাচ্ছে না। উচ্চপর্যায়ের পুরস্কার পেলেই জনগণের চিন্তাভাবনার পরিবর্তন হবে না। আমাদের সেবা সম্পর্কে পাবলিক পারসেপসন ভালো না। সেবার মান আরও উন্নত করতে হবে।

রবিবার (২৬ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ২৩টি দপ্তর ও সংস্থার ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীকের সাথে নিজ নিজ দপ্তর ও সংস্থার প্রধানরা চুক্তি স্বাক্ষর করেন।


সর্বশেষ সংবাদ