একদম দুঃশ্চিন্তা করবে না, আহত শিক্ষার্থীকে শিক্ষামন্ত্রী

২০ এপ্রিল ২০২২, ১২:১৯ AM

© সংগৃহীত

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ছাত্র মোশাররফ হোসেনের চিকিৎসার সার্বিক অবস্থা দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষামন্ত্রী হাসপাতালে গিয়ে মোশাররফের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় শিক্ষামন্ত্রী মোশাররফকে তার চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছেন বলে জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়েরের পাঠানো এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষামন্ত্রী শিক্ষার্থী মোশাররফের সঙ্গে কথা বলছেন।

এ সময় শিক্ষামন্ত্রী মোশাররফের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তোমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিয়েছেন। কোনো দুঃশ্চিন্তা করবা না। এখানে তোমার বাবা, মামা আছেন, আত্মীয়-স্বজনেরা আছেন, চিকিৎসকরা আছেন। আমরা সবাই আছি। তোমার শিক্ষকরা সবাই আছেন। তুমি একদম দুঃশ্চিন্তা করবে না। তুমিও দোয়া করো, আমরাও দোয়া করছি। দ্রুত ভালো হয়ে যাবা ইনশাল্লাহ।

গত সোমবার রাত থেকে নিউমার্কেট এলাকায় দফায় দফায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হয়। আহতদের মধ্যে একজন কুরিয়ারকর্মী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্কয়ার হাসপাতালে এ সময় ঢাকা কলেজের শিক্ষকবৃন্দ এবং মোশাররফের বাবা উপস্থিত ছিলেন। শিক্ষকদের সঙ্গে আলাপকালে ডা. দীপু মনি বলেন, আমাদের তো শান্ত করতে হবে। এই উত্তেজনা চলতে থাকলে তো হবে না। আপনারা সবাই চেষ্টা করুন।

কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার …
  • ২২ জানুয়ারি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ …
  • ২২ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবি শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬