সরকারের পক্ষে সবাইকে চাকরি দেয়া সম্ভব না: শিক্ষা উপমন্ত্রী

 শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী
শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী  © সংগৃহীত

সরকারের পক্ষে সবাইকে চাকরি দেয়া সম্ভব না। এটা বিশ্বের কোন দেশের সরকারের পক্ষেই সম্ভব না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ রবিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে চর চাকতাই সিটি কর্পোরেশন স্কুলের ১৫০ শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আপনাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে আপনারা কি করবেন। জীবনে সফল হতে হলে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা এখনি নির্ধারণ করতে হবে। শুধু মাত্র স্কুলের বইয়ের শিক্ষার মাঝে আপনাদের আটকে থাকলে হবে না, পাঠ্যপুস্তকে শিক্ষার দরকার অবশ্যই আছে। কিন্তু এর বাইরেও কোন একটা কাজের দক্ষতা আমাদের অর্জন করার দরকার আছে। কোন একটা বিশেষ বিষয়ে দক্ষতার প্রয়োজন আছে।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমরা বাগান করতে পারি সেটার একটা দক্ষতা আছে, কৃষি ভিত্তিক দক্ষতা আছে, হাঁস- মুরগি-গরু পালনের একটা দক্ষতা আছে। শুধু মাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী দিয়ে দেশ চলবে না। দেশ চলতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন। সরকারের পক্ষে সবাইকে চাকরি দেয়া সম্ভব না। এইটা বিশ্বের কোন দেশের সরকারের পক্ষেই সম্ভব না। আমাদের দেশে অনেক চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে এইগুলো সব সরকারি না, অনেক বেসরকারি চাকরিও আছে।

নওফেল আরও বলেন, আমাদের ইন্টারনেট ব্যবহার করলেই হবে না, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আমরা কোন কাজকে ছোট করে না দেখে যদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ হই তাহলে আমাদের কাজের অভাব হবে না। ব্যবসা করতে গেলেও দক্ষতার প্রয়োজন আছে, কোন পণ্য ভালো হবে, কোন পণ্য কম দামে ক্রয় করে বেশি মুল্যে বিক্রি করা যাবে সেটার দক্ষতা না থাকলে ব্যবসায় সফল হয়া যাবে না। কর্মজীবনে সফল হতে হলে বিশেষ কাজের দক্ষতা ও কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই।

১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার সভাপতিত্বে ও নগর যুবলীগের সাবেক শ্রম ও কর্মসংস্থান সম্পাদক বখতিয়ার ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, খাতুঞ্জ সৈয়দ শহগীর আহমেদ, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য ইসমাইল চৌধুরী সেলিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ