আনন্দ মোহন কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আমান উল্লাহ

০৯ আগস্ট ২০২১, ১০:১৮ PM
অধ্যাপক মো. আমান উল্লাহ

অধ্যাপক মো. আমান উল্লাহ © টিডিসি ফটো

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন অধ্যাপক মো. আমান উল্লাহ। আগে থেকেই এই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করে আসছিলেন তিনি।

রবিবার (৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের চাঁদপুর গ্রামে ১৯৬৮ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন মো. আমান উল্লাহ। জেলার ফুলবাড়িয়া হাইস্কুল থেকে ১৯৮৩ সালে এসএসসি ও আনন্দ মোহন কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫-৮৬ সেশনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৩ সালের নভেম্বরে ১৪তম বিসিএসের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন তিনি।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ কর্মজীবনের তার প্রথম কর্মস্থল। চাকরি জীবনের ২৮ বছরের মধ্যে আনন্দ মোহন কলেজেই কেটেছে তার ২৫ বছর। এ ছাড়াও শেরপুর সরকারি কলেজ, মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজ, কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। আনন্দ মোহন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আইসিজেতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করায় তীব্র প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬