জুনে ৫ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ

ডা. দীপু মনি
ডা. দীপু মনি  © ফাইল ফটো

অনলাইনের ক্লাস নেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দিতে আগামী জুন মাসে ৫ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার (২৬ মে) দুপুর ১২টায় ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, টেলিভিশনের ক্লাসের পাশাপাশি স্কুলগুলোতে অনলাইনে ক্লাস হচ্ছে। সব শিক্ষকরা অনলাইন ক্লাসে সমান পারদর্শী নয়। অনেকেই এটাতে অনেক পিছিয়ে রয়েছেন। তাদের জন্য আমরা ৫ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আগামী জুন মাসে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মন্ত্রী জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়) চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরো পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ফের বাড়ল


সর্বশেষ সংবাদ