এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি

১৯ আগস্ট ২০২০, ১০:৫৮ PM

© লোগো

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এজন্য পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ‘এইচএসসি পরীক্ষা নেয়ার তারিখের বিষয়ে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।’

গত মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কয়েক মাস বন্ধ থাকার পর অফিস-আদালত খুললেও শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি।

এই পরিস্থিতিতে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিল। বিশেষজ্ঞরা তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছেন।

মন্ত্রণালয় প্রস্তাবগুলো পর্যালোচনা করছে জানিয়ে গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জেএসসি পরীক্ষা হচ্ছে জানিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

“এইচএসসি পরীক্ষা ২০২০ নিয়েও বিভিন্ন গণমাধ্যমে কল্পিত তারিখ প্রকাশ করা হয়েছে। মহামারীকে বিবেচনায় নিয়ে জেএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়েই শিক্ষা মন্ত্রনালয় ভাবছে। এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রণালয় বলেছিল, “শিগগিরই সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”

চট্টগ্রামে বিএনপির সমাবেশে ধানের তৈরি জামা পরে এলেন দুই কৃষক
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৭, চলছে আবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, অপহৃত চালক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ব্যাবহারিক ও লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন নাজমুল ইসলাম
  • ২৫ জানুয়ারি ২০২৬