বদলির পরিপত্র কবে, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সংশোধিত বদলির পরিপত্র চলতি মাসে জারির সম্ভাবনা রয়েছে। পরিপত্র জারির পর সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সংশোধিত বদলির পরিপত্র জারির চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবে যেহেতু পরিপত্র জারি না হলে সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা যাচ্ছে না, এজন্য চলতি মাসের শেষ দিকে সংশোধিত বদলির পরিপত্র জারির করার চেষ্টা করা হচ্ছে।
জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-২) মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সংশোধিত বদলি নীতিমালা জারির জন্য কাজ করা হচ্ছে। কবে নাগাদ এটি জারি করা যাবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’
এর আগে গত ১৪ ডিসেম্বর মাউশির এক কর্মকর্তা বলেছিলেন, ‘বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির পূর্বে টেলিটকের সঙ্গে আমরা একটি চুক্তি স্বাক্ষর করব। শিগগিরই এ সংক্রান্ত স্বাক্ষর অনুষ্ঠান হবে। সফটওয়্যার তৈরি করতে কিছুটা সময় লাগবে।’
নীতিমালা জারির পূর্বে বদলি সফটওয়্যার তৈরি করা সম্ভব নয় জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বদলির সংশোধিত নীতিমালা এখনো জারি হয়নি। এটি জারি না হওয়া পর্যন্ত সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা যাচ্ছে না। মন্ত্রণালয় নীতিমালা জারি করলে দ্রুত সফটওয়্যার তৈরি করা হবে।’
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।