আরব রিডিং চ্যালেঞ্জে অংশগ্রহণের সুযোগ স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ AM
ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও) এবং মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভসের (এমবিআরজিআই) যৌথ উদ্যোগে দি আরব রিডিং চ্যালেঞ্জের (এআরসি) ১০ম সিজন উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতাটি আরব দেশ ও বাংলাদেশসহ আইসেস্কোর ছয় সদস্য রাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হবে। এতে সরকারি স্কুল/মাদ্রাসার উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব রাহাত মান্নান স্বাক্ষরিত একটি চিঠি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখায় পাঠানোর মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (ICESCO) এবং মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস (MBRGI) এর যৌথ উদ্যোগে The Arab Reading Challenge (ARC) -এর ১০ম সিজন উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতাটি আরব দেশসমূহ ও আইসেস্কোর ছয়টি সদস্য রাষ্ট্রের (সেনেগাল, মালি গাম্বিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া) মধ্যে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটিতে সরকারি বিদ্যালয়/মাদ্রাসার দ্বাদশ পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
এতে আরও বলা হয়, The Arab Reading Challenge (ARC) -Season 10- শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ বিষয়ক বিজ্ঞপ্তি আপনার নিয়ন্ত্রণাধীন ওয়েবসাইটে প্রকাশের জন্য বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন হতে প্রাপ্ত পত্রাদি এতদূসঙ্গে প্রেরণ করা হলো এঁর্মং পত্রের নির্দেশনা অনুসরণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।