সরকারি ৩২ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ (তালিকা)

১০ নভেম্বর ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৮:১২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

দেশের ৩২টি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ২৭টি কলেজে অধ্যক্ষ ও ৫টি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ক্যাডারের ৩২ কর্মকর্তাকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।

তালিকা দেখুন এখানে

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল হামিদ, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আলাউদ্দিন আল-আজাদ ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইন নিয়োগ পেয়েছেন।

এছাড়া খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম, ঢাকার সরকারি সংগীত কলেজে অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনা রূপসা সরকারি কলেজে অধ্যাপক মো. আবদুল হামিদ, মিরপুর সরকারি মহিলা কলেজে অধ্যাপক আবু ছায়াদাত মো. নুরউদ্দিন চৌধুরী, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মল্লিক মো. তরিকুল ইসলাম, বগুড়া সরকারি কলেজে অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক এস. এম. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক এ মে এম রফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালি স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যাপক মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট সরকারি কলেজে অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী, নরসিংদী মনোহরদী সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আব্দুল মান্নান, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজে অধ্যাপক আবু রায়হান মো. আশিকুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজে অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তালিকায় রয়েছে-কুড়িগ্রামের রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. মেয়াজ্জেম হোসেন, মানিকগঞ্জ জেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখেরুজ্জামান, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো: ইলিয়াছ উদ্দিন, খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রাজিম উদ দৌলাহ, অধ্যাপক মো. ফরিদ আহমেদ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: এরশাদুল হক, কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফিরোজুল ইসলাম, নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, নীলফামারীর কিশোরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান নাসির, রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবুল বাসার, লক্ষীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার, মানিকগঞ্জের ঘিওরের ঘিওর সরকারী কলেজের অধ্যক্ষ ফকির ফারুক আহম্মেদ, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মোকাররম হোসেন, খুলনার আযম খান সরকারী কমার্স কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং বরিশালের বাকেরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আবু জাফর মুহা. হাবীবুর রহমান নিয়োগ পেয়েছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন চাকরি, পদ ৯, আবেদন শুরু ১৯…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9