৩২ বছর পর অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি চূড়ান্ত হলো

০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৫ PM
অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকদের আন্দোলন

অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকদের আন্দোলন © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সভায় অনার্সে ৫ জন, মাস্টার্সে ২ জন শিক্ষককে এমপিওভুক্ত করা হবে বলে জানা গেছে। এছাড়া দ্রুতই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিলে এমপিও নীতিমালা জারি করে এসকল শিক্ষকের এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে। 

আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্তকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন উক্ত সভায় সভাপতিত্ব করেন। 

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম আমানুল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মাউশির মহাপরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, যুগ্ম সচিব হেলালুজ্জামান, উপসচিব সায়েদ এ. জেড মোরশেদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। নীতিমালা প্রকাশের বিস্তারিত জানতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, আমরা দীর্ঘ ৩২ বছর ধরে বেতন পায় না। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে কোন সরকার অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় নি। কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকায় আমরা আন্দোলন করেছি, বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। যার ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নীতিমালায় অন্তর্ভুক্ত কলার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বর্তমান সরকারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা বিভাগের সমন্বয়ক মোঃ জামির হোসেন বলেন, আর কালক্ষেপণ না করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স কোর্সের ৩৫০০ জন শিক্ষককে একযোগে ও সকল শর্ত শিথিল করে এই নভেম্বর মাসের মধ্যে এমপিওভুক্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোন কালক্ষেপণ করলে শিক্ষকরা আবারো আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬