অতিরঞ্জিত ফল প্রকাশ না করার সিদ্ধান্তে অটল সরকার: শিক্ষা উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৮ PM
এসএসসিতে প্রকৃত মেধার মূল্যায়ন করতে আমরা অতি রঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি। একই সঙ্গে বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করেছি। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অতিরঞ্জিত নম্বর দেওয়া হচ্ছিল। এটা বন্ধ হয়েছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।
ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে।’ তার বক্তব্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সঙ্গে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় জ্ঞান নৈতিকতা চর্চায় শিক্ষকদের ভূমিকা কতটা অপরিসীম। একজন শিক্ষক হিসেবে আজ শিক্ষক সমাজের সামনে কিছু বলতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের।