শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান: শিক্ষা উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ PM
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটা নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট সমস্যাগুলোর সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, গত কয়েকদিনে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে ব্যাপারে আমি ও মন্ত্রণালয় অবগত রয়েছি। এসব ঘটনার কারণে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি যেকোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা জানি, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলছে। সমাধানের দিকেও বিষয়টি এগিয়ে যাচ্ছে।
চৌধুরী রফিকুল আবরার আরও বলেন, আশা করি, দ্রুতই এর সমাধান হবে। বিভিন্ন পার্টি আলোচনার মাধ্যমে সমাধানে আসবে। আর এটা যত দ্রুত হবে ততই মঙ্গলকর। এক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর যোগাযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। আশা করি, কোনো সাহায্য-সহযোগিতা প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে করা হবে। আমরা সকলের প্রতি সহনশীলতার সাথে যেকোনো সমাধানের পথ খোঁজার আহবান জানাই।