ড. খ ম কবিরুল ইসলাম © ফাইল ছবি
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ চলছে। তবে এটি জারি হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা নীতিমালা তৈরির কাজ প্রায় শেষ করেছি।
সোমবার (১৬ জুন) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জানান, ‘মাদ্রাসার বদলি নীতিমালা জারি হয়েছে। সফটওয়্যার তৈরির কাজও চলছে। তবে এ কাজ কবে শেষ হবে সেটি এখনই বলা যাচ্ছে না। কারিগরিতে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকের সংখ্যা কম। তবুও তাদের বদলির ব্যবস্থা করা হবে।’
চলতি মাসে কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ড. খ ম কবিরুল ইসলাম আরও বলেন, ‘সম্ভাবনা আছে, আবার নেই-ও। আমরা কাজ করছি। খসড়া তৈরির পর এ বিষয়ে কথা বলা যাবে।’