কোচিং সেন্টার বন্ধ করা হবে না: প্রতিমন্ত্রী

১৮ জানুয়ারি ২০১৯, ১১:০০ AM

© সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, কোচিং সেন্টার বন্ধ করার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। কোচিং সেন্টার বন্ধ নয়, নীতিমালা তৈরি করে ঢেলে সাজানো হবে। আর প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রাণালয়ের সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার প্রাইমারি স্কুলগুলোতে ভবন দিয়েছি, বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছি, ভালো শিক্ষক-শিক্ষিকা দিয়েছি তাহলে ছেলে মেয়েরা কেন কোচিংয়ের উপর আকৃষ্ট হবে। আমাদের প্রাইমারির দিকে আসছে না কেন? শিক্ষা ব্যবস্থায় সে সব বাধা-বিঘ্ন আছে, যে সব সমস্যা রয়েছে তা আমরা দূর করব।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রাথমিক শিক্ষা হল শিক্ষার ভিত্তি। জাতি গঠনে প্রাথমিক শিক্ষা দিয়েই শুরু করা হয়। প্রাথমিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয় দিয়ে একটি ভাল জাতি তৈরী হতে পারে, আবার একটা জাতি ধ্বংস করে দেয়া যেতে পারে। কোচিং সেন্টার বন্ধ নয় ঢেলে সাজিয়ে নীতিমালা তৈরী করব।

তিনি আরো বলেন, বেসরকারি স্কুলগুলোতে পড়তে পারবে না এমন নয়, তাহলে কি আমাদের বিদালয়গুলো খারাপ, শিক্ষক শিক্ষিকা খারাপ। সরকারি কর্মকর্তাদের ছেলে মেয়েরা যাতে সরকারি স্কুলগুলোতে পড়ে সেজন্য ব্যবস্থা নেয়া হবে।

এর আগে তিনি সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রৌমারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিনু, কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া জাকির ও গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা উপস্থিত ছিলেন।

নির্বাচনে হ্যাঁ-না ভোটে কার লাভ, কার ক্ষতি—জানালেন মির্জা গ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিয…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম
  • ২৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের…
  • ২৬ জানুয়ারি ২০২৬