‘ক্ষমতা নয় দায়িত্ব’। এর অর্থ দাঁড়ায় শাসক নয় সেবক। শিক্ষা মন্ত্রণালয়ে সদ্য উপমন্ত্রীর পদ পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল নিজের দায়িত্বকে এভাবেই ব্যাখা করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ব্যাখ্যা দেন তিনি।
তিনি বলেন, ‘জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন, ‘ক্ষমতা নয় দায়িত্ব’, আমার কাছে এর মানে দাঁড়ায় শাসক নয় সেবক। ভুল ত্রুটি হবে, শোধরানোর মানসিকতাও থাকবে। দোয়া চাই সকলের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ তিনি আরো জানান, ‘overwhelmed’ এর বাংলা জানলাম ‘বিহ্বল’ যদিও এটি বাংলায় একি অর্থে ব্যবহৃত হয় না। আমি আসলে ‘overwhelmed’।
এত ভালোবাসা, প্রত্যাশা, শুভেচ্ছা, সহমর্মিতা, সব কিছু মিলিয়ে আমি বাংলায় বিহবল না অভিভূত কোন শব্দ ব্যবহার করবো জানিনা, শুধু বুঝতে পারছি আমার ক্ষমা চাইতে হবে সবাইকে সমানভাবে সময় মতো কোনো ধন্যবাদ দিতে না পারায়।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ২ লাখ ২৩ হাজার ৬১৪ ভোট পেয়ে বিজয়ী হন নওফেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৭ হাজার ৬৪২ ভোট। চট্টগ্রাম-৯ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়েছে। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯০ হাজার ১৩১ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছাতেই মহিউদ্দীনপুত্র নওফেলের আওয়ামী লীগের মতো দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে আছেন। ১৯৯৪ খ্রিস্টাব্দ থেকে টানা সাড়ে ১৬ বছর চট্টগ্রামের মেয়র ছিলেন তারা বাবা মহিউদ্দিন চৌধুরী।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদে থাকা অবস্থায় মহিউদ্দীন চৌধুরীর জৈষ্ঠ ছেলে ব্যারিস্টার নওফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার নওফেল।