নির্বাচন কমিশন

নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটের উপর নিষেধাজ্ঞা

২৩ নভেম্বর ২০১৮, ০৪:১০ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল ৩০ ডিসেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ১৮ নভেম্বর কমিশন থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ এর উপবিধি (৪)এ বিধান রয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পূর্বে সভাপতি বা সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হইয়া থাকিলে বা তদন্তপূর্বক কোন মনোনয়ন প্রদত্ত হইয়া থাকিলে নির্বাচন-পূর্ব সময়ে বা তৎকর্তৃক মনোনীত ব্যক্তি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সভায় সভাপতিত্ব বা অংশগ্রহণ করিবেন না অথবা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে জড়িত হইবেন না।’

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, এই আচরণ বিধি প্রতিপালনার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্বাচন না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। 

দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৫৫ হাজার ৪৫৪ দেশি পর্যবেক্ষক, ব…
  • ২৬ জানুয়ারি ২০২৬