বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান
© লোগো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি ব্যয়ের স্বচ্ছতা নিয়ে অভিযোগের অন্ত নেই। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে দুর্নীতির চিত্র প্রকাশিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি ব্যয়ের নীতিমালা প্রণয়নের কাজে হাত দিয়েছে। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নীতিমালার খসড়া তৈরির নিদের্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানায় মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি ব্যয়ের খসড়া নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
গত ২৪ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি ব্যয়ে নীতিমালা তৈরির প্রস্তাব করেছিলেন বিভিন্ন জেলা প্রশাসকরা। সম্মেলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি ব্যয় নীতিমালা তৈরির বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
অনুসন্ধানে জানা যায়, রাজধানীসহ জেলা শহরগুলোতে কয়েক হাজার প্রতিষ্ঠান রয়েছে। যাদের নিজস্ব তহবিলে টিউশন ফির মোটা অংকের টাকা জমা থাকে। এ টাকা ব্যয় হয় কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের ইচ্ছায়। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে।
অভিযোগ রয়েছে- ঢাকার স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডোনেশন, মোটা টিউশন ফি ও কোচিং ফিয়ের নামে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এখন সরকারে এ উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের কল্যাণে এ তহবিলের টাকা ব্যয়ের সদিচ্ছা গতিশীল হবে।