শিক্ষা সচিব থেকে সরিয়ে দেওয়া হলো সোলেমান খানকে

সোলেমান খান
সোলেমান খান  © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে যোগদান করেন সোলেমান খান। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২১ সালের ২৮ অক্টোবর সরকারের সচিব হিসেবে পদোন্নতি পান। শিক্ষা সোলেমান খান ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১১তম বিসিএস) সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগে প্রথম যোগদান করেন।

সোলায়মান খান টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করলেও রাজবাড়ী-১ আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ভাষাসৈনিক অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরী জামাতা। পারিবারিক জীবনে তিনি সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার (অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরীর কন্যা) স্বামী।


সর্বশেষ সংবাদ