‘বস্তুনিষ্ট সমালোচনায়’ খুশি হন শিক্ষামন্ত্রী

০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩২ PM
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

সাংবাদিকবৃন্দকে শিক্ষাসমাজের অনবদ্য অংশ আখ্য দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিরুদ্ধে যায়- এমন সংবাদ ছাপলে অখুশি হই না।  বরং গঠনমূলক সমালোচনার খবরে খুশি হই।  তিনি বলেন, সাধারণ মানুষ বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ জানতে চান।  আর সংবাদ বস্তুনিষ্ঠ হলে আত্মসমালোচনার সুযোগ থাকে।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে নাহিদ আরো বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং এসডিজি লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। কারিগরি ও দক্ষতা বৃদ্ধিমূলক এবং বাস্তবে কাজে লাগে- এমন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থপূর্ণ একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী বিষয় ও বিভাগ চালু করা হয়েছে। কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হয়েছে।

অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনকালে করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, দেশ গঠনে সবার অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকরাও অতি জরুরি। তাছাড়া ভালো সাংবাদিকতা সর্বদাই প্রশংসনীয়। শিক্ষা নিয়ে কাজ করা সাংবাদিকদের গঠিত সংগঠনের উত্তোরত্তর সফলতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, দেশের প্রায় ৬ কোটি মানুষ শিক্ষা পরিবারের সঙ্গে জড়িত।  ৩৮ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।  নতুন এই সংগঠনের উচিত- সবাইকে নিয়ে সবার জন্য করা।

অনুষ্ঠানে ইরাব সভাপতি সিদ্দিকুর রহমান খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজের পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাদ্রাসা ও কারিগরী বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমানসহ অন্যরাও এতে বক্তব্য দেন। অভিষেক অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত শিক্ষা বিটের রিপোর্টারদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ইআরএবি’র প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়ে গত ১১জুলাই।  কমিটিতে দৈনিক শিক্ষার সিদ্দিকুর রহমান খান সভাপতি এবং দৈনিক সমকালের সাব্বির নেওয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মুসতাক আহমেদ (যুগান্তর) ও নিজামুল হক (ইত্তেফাক), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক এম মামুন হোসেন (মানবকণ্ঠ) ও আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম (বিডিনিউজ২৪ ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর মোহাম্মদ (মানবজমিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আকতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুরাদ হোসাইন (জাগোনিউজ২৪.কম)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আমানুর রহমান (নয়াদিগন্ত), রিয়াজ চৌধুরী (এশিয়ানমেইল২৪.কম), বিভাষ বাড়ৈ (জনকণ্ঠ), ওয়াসিম বিন হাবিব (ডেইলি স্টার) এবং রাকিব উদ্দিনকে (সংবাদ) মনোনিত করা হয়েছে

নির্বাচনে হ্যাঁ-না ভোটে কার লাভ, কার ক্ষতি—জানালেন মির্জা গ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিয…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম
  • ২৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের…
  • ২৬ জানুয়ারি ২০২৬