সরকারিকৃত ২৭১ কলেজের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

২৮ আগস্ট ২০১৮, ১০:৪৩ AM

© ফাইল ফটো

সদ্য সরকারিকৃত কলেজগুলোর আর্থিকসহ অন্যান্য কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরে গতকাল এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুসারে সরকারি হওয়ায় এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিলুপ্ত হয়েছে উল্লেখ করে পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজ অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে কলেজের যাবতীয় কার্যক্রম পরিচালনার নিয়মটি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী কলেজের শিক্ষক–কর্মচারীগণ আত্তীকৃত না হওয়া পর্যন্ত কলেজের আর্থিক বিষয়সহ অন্যান্য কার্যক্রম কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসক (জেলা সদরের কলেজের ক্ষেত্রে) বা উপজেলা নির্বাহী অফিসারের (উপজেলা পর্যায়ের কলেজের ক্ষেত্রে) যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।

জানা গেছে, আদেশটি এরইমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিফতরের মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এবং ২৭১ কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই ২৭১টি কলেজে অন্তত ১০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। তাদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পেতে আপাতত কোনো সমস্যা না থাকলেও ননএমপিও, খণ্ডকালীন ও অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের বেতন-ভাতা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ কলেজ কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা ছাড়া তাদের বেতন ভাতা দিতে পারবে না।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন বলেন, কলেজগুলো সরকারি হয়ে যাওয়ায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বেতন বিলের কপিতে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর নেয়ার কথা বলা হয়েছে অধ্যক্ষদের।

 

দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নেবে রিলেশনশিপ অফিসার, আবেদন শে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গুঞ্জনের অবসান ঘটিয়ে রেফারি প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিবি সভা…
  • ২৬ জানুয়ারি ২০২৬